১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য সাধারণ সভা স্থগিতের বিজ্ঞপ্তি

News

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর ০৮.০২.২০২২ তারিখের বিশেষ জরুরি কাউন্সিল সভার সিদ্ধান্ত মোতাবেক এবং প্রশাসন থেকে পৃথক ২টি হলরুমে সর্বাধিক ২০০ জনের উপস্থিতির সম্মতির পরিপ্রেক্ষিতে ল্যাব গঠনতন্ত্রের ১৭(গ) অনুযায়ী কোরাম হবার সমপরিমাণ সদস্যের উপস্থিতির অনুমতি না পাওয়ায় স্মারক নং বাগ্রস/সভা-১৮/২০২১/১৩১ তারিখ ০২.০১.২০২২ মোতাবেক আহ্বানকৃত ১২.০২.২০২২ তারিখের ১৪তম সাধারণ সভা স্থগিত করা হলো

তবে ১১.০২.২০২২ তারিখের আন্তর্জাতিক কনফারেন্স যথারীতি অনুষ্ঠিত হবে।