বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর আয়োজনে গত ৩১.০৭.২০২১ তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ টায় ঈদ পুনর্মিলনী, মতবিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রন্থাগার জগতের পথিকৃৎ, সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডঃ এস এম মান্নান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ রবিউল ইসলাম, পি এস টু কমিশনার (উপসচিব), দুর্নীতি দমন কমিশন, জনাব বিজয় বসাক, ডেপুটি পুলিশ কমিশনার, সিএমপি, চট্রগ্রাম, ও জনাব কামরুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার, আরএমপি, রাজশাহী।
বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সভাপতি ড. মো: মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব জনাব মোহাম্মদ হামিদুর রহমান তুষার- এর সঞ্চালনায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সহ-সভাপতি-১, গ্রন্থাগার পেশার উজ্জ্বল নক্ষত্র, সিনিয়র পেশাজীবী কাজী আবদুল মাজেদ। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. নাসিরউদ্দিন মিতুল, ডীন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জনাব
ড. শ্যামা প্রসাদ বেপারী, যুগ্ম সচিব(অব:) ও ভূমি অধিগ্রহণ এন্ড রিসেটেলমেন্ট এক্সপার্ট, সিএসসি, পদ্মা ব্রিজ রেল সংযোগ প্রকল্প,
বাংলাদেশ রেলওয়ে, রেল মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর করোনা মহামারীতে নিহত এবং আক্রান্তদের উপর শোকপ্রস্তাব গ্রহণ ও এই রোগ থেকে মুক্তির জন্য সমগ্র পেশাজীবীদের পক্ষে দোয়া পরিচালনা করেন জনাব মুহাম্মদ মহিউদ্দিন হাওলাদার এবং সুচনা সংগীত পরিবেশন করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির কাউন্সিলর, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী, বিশিষ্ট কণ্ঠশিল্পী জনাব আঞ্জুমান আরা শিমুল।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য, অধ্যক্ষ, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ, জনাব মোঃ সালাহ উদ্দিন ভূইয়া, আরডিএ-র লাইবেরিয়ান, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য জনাব মোহাম্মদ আলীসহ অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মহাসচিব তার বক্তব্যে বাংলাদেশ গ্রন্থাগার সমিতির কার্যনির্বাহী পরিষদের সকল বিভাগীয় কাউন্সিলর ও কার্যনির্বাহীপরিষদের ভূয়শী প্রশংসা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই চমৎকার অনুষ্ঠানে উপহার দেওয়া সম্ভব হয়েছে বলে তিনি সবাই মত প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ গ্রন্থাগার সমিতির কোষাধ্যক্ষ, জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে আইসিটি প্রযুক্তিতে সহায়তা করেন আইসিটি বিশেষজ্ঞ জনাব এ, কে, এম নুরুল আলম (অপু), উপ-পরিচালক, বাংলাদেশ ব্যাংক লাইব্রেরি ও আজীবন সদস্য বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, এবং জনাব পারভেজ হোসেন (রাতুল আনোয়ার), ড. এম মিজানুর রহমান প্রফেশনাল কলেজ। অনুষ্ঠান পরিকল্পনায় জনাব এস এম হাফিজুর রহমান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব আলী আব্বাস।
পরিশেষে সভাপতি মহোদয় সকলকে সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের সকল বক্তা বাংলাদেশ গ্রন্থাগার সমিতির বাস্তবসম্মত ভবিষ্যৎ মহাপরিকল্পনা বাস্তবায়নে তাদের সর্বোচ্চ সহযোগিতার অাশ্বাস প্রদান করেন।
বক্তব্যে নিম্নলিখিত বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের দিকনির্দেশনা প্রকাশ পায়।
১.বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বিধি অসামঞ্জস্যতা দূরীকরণ;
২.বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে এই সাবজেক্ট অনুমোদন, পদ সৃষ্টি এবং এ বিষয়ের ক্যাডার বা পৃথক মন্ত্রণালয় গঠনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ,
৩. পেশা ও পেশাজীবীকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যথাযথ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং পেশাজীবীদের আত্মমর্যাদাশীল পেশাজীবী হিসেবে কাজ করার পদক্ষেপ গ্রহণ;
৪. সদস্যদের অসুস্থ ও দুরারোগ্য ব্যাধির সময় এককালীন আর্থিক সহায়তা প্রদান এবং কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান;
৫. বাংলাদেশ গ্রন্থাগার সমিতির সদস্যদের প্রদত্ত স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন বড় বড় হাসপাতালের সাথে চুক্তিবদ্ধ হয়ে, স্বল্পমূল্যে সদস্যরা আপদকালীন সময়ে যেন সেবা পায় সে ব্যবস্থা গ্রহণ করা।
৬. সদস্যদের সামাজিক সুরক্ষা ও আত্মমর্যাদাশীল পেশা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কার্যক্রম গ্রহণ করা। আগামী তিন বছরে কি কি কার্যক্রম গ্রহণ করবেন তার রূপরেখা সদস্যদের সামনে উপস্থাপন এবং প্রতি বছর এজিএম এর মাধ্যমে সদস্যদের কাছে জবাবদিহিতা ব্যবস্থা করা।
৭. ইনকাম জেনারেটিং কার্যক্রম গ্রহণ, যেমন, কনভেনশন হল, সুরম্য ভবন নির্মাণ ইত্যাদি;
৮. সদস্যদের সম্মিলিতভাবে স্বল্পমূল্যে কিস্তিতে ঢাকা শহরে আবাসন সুবিধা প্রদান;
৯. সদস্যদের সন্তানদের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রতিবছর বৃত্তি প্রদান;
১০. প্রকাশনাসমূহ ধারাবাহিক প্রকাশ ও ইত্যাদি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে মহিলা সম্পাদিকা জনাব ছায়া রানী বিশ্বা,স রাজশাহী বিভাগীয় কাউন্সিলর আব্দুল্লাহ আল বশির, বাংলাদেশ গ্রন্থাগার সমিতির আজীবন সদস্য মোহাম্মদ সোহেল মিয়া (শিক্ষক, সাংবাদিক) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতা আবৃত্তি এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী আঞ্জুমান আরা শিমুল গান পরিবেশন করেন।