বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) কর্তৃক ০২/০১/২০২২ তারিখের স্মারক নং-বাগ্রস/সভা-১৮/২০২১/১৩১ মোতাবেক আহ্বানকৃত এবং ০৮.০২.২০২২ তারিখের স্মারক নং বাগ্রস/সভা-১৮/২০২১/২১১ মোতাবেক স্থগিতকৃত ১৪তম সাধারণ সভা আগামী ২৮.১০.২০২২ তারিখ সকাল ০৯:০০ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি) রমনা, ঢাকায় অনুষ্ঠিত হবে।
সাধারণ সভার আলোচ্যসূচি অপরিবর্তিত থাকবে।
সমিতির সম্মানিত সকল সদস্যকে সাধারণ সভায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো।