লাইব্রেরী আওয়ার এর ক্লাস রুটিন মোতাবেক সিলেবাস এবং চাকুরির বিবরণী প্রস্তুত সংক্রান্ত কমিটি গঠন

News

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর ৮ম কাউন্সিল এবং ২২.০৮.২০২২ তারিখের মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ‘গ্রন্থাগার প্রভাষক’ ও ‘সহকারি শিক্ষক (গ্রন্থাগার তথ্যবিজ্ঞান)’ পেশাজীবীদের বর্তমান পদবী অনুযায়ী লাইব্রেরী আওয়ার এর ক্লাস রুটিন মোতাবেক সিলেবাস তৈরি এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় চাকুরির বিবরণী (Job Description) প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

জনাব কাজী আব্দুল মাজেদ, সহ-সভাপতি, ল্যাব ‍ও পরিচালক, ইলিস-কে আহবায়ক এবং জনাব আব্দুল্লাহ আবু তারেক, সহযোগী অধ্যাপক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান), সরকারী টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা কে সদস্য-সচিব করে মোট ৭ সদস্যের এ কমিটি ১. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) গ্রন্থাগার পেশাজীবীদের চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তাদের ‘কাজের বিবরণী’ (Job Description) প্রস্তুত করবে এবং ২. কাজের বিবরণী (Job Description) বাস্তবায়নে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় সে অনুযায়ী লাইব্রেরী আওয়ারে শ্রেণী পাঠদান উপযোগী সিলেবাস প্রণয়ন করবে। যা NCTB কর্তৃক ৫০ মার্কের ফলাফলে মূল্যায়ন যুক্ত হবে।

কমিটি আগামী ১৫-৯-২০২২ তারিখের মধ্যে প্রতিবেদন নিম্নস্বাক্ষরকারী বরাবর জমা প্রদান করবেন।

স্মারক নং-বাগ্রস/সভা-২০/২০২২-২৬৩, তারিখ: ৩১.০৮.২০২২