বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) এর আজীবন সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, পেশার আইকন সর্বজন শ্রদ্ধেয় মরহুম এম শামসুল ইসলাম খানের মৃত্যুতে স্মরণসভা, আলোচনা ও দোয়া অনুষ্ঠান আগামী ২৯.০৯.২০২১ তারিখ বুধবার বিকাল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
স্মরণ সভা উপলক্ষে একটি উপাত্ত বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। উক্ত সংখ্যায় এম শামসুল ইসলাম খান স্যারের বর্ণাঢ্য কর্মময় জীবনের ল্যাবের কর্মকাণ্ডে স্মৃতিময় লেখা ও দুর্লভ ছবি সংযোজিত হবে। যে কোন ব্যক্তি স্যার সম্পর্কে স্মৃতিচারণ লেখা জমা দিতে পারেন ২৭.০৯.২০২১ তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে।
লেখা কম্পোজ করে সুতন্নি এমজে ফন্টে (১২ সাইজ) প্রেরণ করার জন্য অনুরোধ করছি। এর থেকে গুরুত্বপূর্ণ লেখাসমূহ প্রয়োজনে ল্যাব কর্তৃক প্রকাশিত জার্নাল ‘ইস্টার্ন লাইব্রেরিয়ান’ এর পরবর্তী সংখ্যায় ছাপানো হবে। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ইমেইল : librarayassociation.bd56@gmail.com